সঠিক উত্তর হচ্ছে: ৭.২ %
ব্যাখ্যা: ৩০০ মিলিলিটারের মিশ্রণে লবণ আছে = ৩০০ এর ১২ % = ৩০০ × ১২/১০০ = ৩৬ মিলিলিটার
\n∴ ঐ মিশ্রণে ২০০ মিলিলিটার পানি মিশালে মোট মিশ্রণ হবে = ২০০ + ৩০০ = ৫০০ মিলিলিটার।
\nঅতএব নতুন মিশ্রণে লবণের পরিমাণ = ((৩৬/৫০০)× ১০০)% = ৭.২%