সঠিক উত্তর হচ্ছে: উইন্ডমিল
ব্যাখ্যা: বায়ু প্রবাহজনিত কারণে গতিশক্তি উৎপন্ন হয় আর এ গতিশক্তিকে যান্ত্রিক বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাই মূলত বায়ুকল বা উইন্ডমিল। উইন্ডমিল সাধারণত পাখা দিয়ে তৈরি হয়। বায়ুপ্রবাহের সাহায্যে ঘোরা বৃহৎ আকারের এ পাখা দ্বারা টারবাইন ঘুরিয়েই সাধারণত বিদ্যুৎ উৎপাদন করা হয়।