সঠিক উত্তর হচ্ছে: ভারত
ব্যাখ্যা: সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য______________\r\n \r\nসংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় - ১১ এপ্রিল ১৯৭২ খ্রিস্টাব্দে। \r\nগণপরিষদে প্রথম খসড়া উত্থাপন - ১২ অক্টোবর ১৯৭২ খ্রিস্টাব্দে। \r\nগণপরিষদে সংবিধান প্রথম গৃহীত হয় - ৪ নভেম্বর ১৯৭২ খ্রিস্টাব্দে। \r\nএই দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়।\r\nসংবিধানে স্বাক্ষর প্রদান - ১৪ ডিসেম্বর ১৯৭২ খ্রিস্টাব্দে। \r\nসংবিধান গৃহীত হয় - ১৬ ডিসেম্বর ১৯৭২ খ্রিস্টাব্দে। \r\nসবচেয়ে প্রাচীন এবং ছোট সংবিধান - যুক্তরাষ্ট্র\r\nসবচেয়ে বড় সংবিধান - ভারত\r\nবাংলাদেশের সংবিধানের প্রণয়নে অনুসরণ করা হয় - ভারত ও ব্রিটেনের সংবিধানকে।\r\nপৃথিবীর অলিখিত সংবিধানসমূহ - স্পেন, নিউজিল্যান্ড, ব্রিটেন, সৌদি আরব।