সঠিক উত্তর হচ্ছে: জানালা > জান্লা
ব্যাখ্যা: দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ৷
যেমন- বসতি > বস্তি, জানালা > জান্লা।
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন- বাক্স > বাস্ক, রিক্সা > রিস্কা।
ফাল্গুন > ফাগুন, আলাহিদা > আলাদা হলো অন্তর্হতির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।