সঠিক উত্তর হচ্ছে: নিকিতা ক্রুশ্চেভ
ব্যাখ্যা: গত ২শ\' বছর ধরে রাশিয়া ক্রিমিয়া শাসন করছে। ১৭৮৩ সালে এটি দখল করে রাশিয়া। এরপর ১৯৫৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে হস্তান্তর করে নিকিতা ক্রুশ্চেভ। রাশিয়ানরা এটিকে একটি \'ভুল\' পদক্ষেপ হিসেবে দেখেন। ১৯৯৪ সালে একটি চুক্তির মাধ্যমে ক্রিমিয়ার স্বায়ত্তশাসন দেয়া হয়।