সঠিক উত্তর হচ্ছে: এম স্পেন্সার
ব্যাখ্যা: সঠিক উত্তর গ,এম স্পেন্সার\nএম স্পেন্সার মূল্যবোধের সংজ্ঞা হিসেবে বলেন, মূল্যবোধ হচ্ছে সাম্য বিভিন্ন লক্ষ থেকে পছন্দ করার এবং আচরণ মূল্যায়নের মানদণ্ড।\n\nডব্লিউ পামফ্রে এর মতে, \"মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।\" এইচ. ডি স্টেইনের মতে- \"জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা, যাকে তারা অত্যাবশ্যাক বলে মনে করে।\n\nসমাজবিজ্ঞানী এফ. ই. মেরিল (F. E. Merril)-এর মতে, সামাজিক মূল্যবোধ হলো বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।\n\n[তথ্যসূত্রঃ বিশ্লেষণ.কম]