সঠিক উত্তর হচ্ছে: শহীদ কাদরী
ব্যাখ্যা: শহীদ কাদরী (১৪ আগস্ট ১৯৪২ - ২৮ আগস্ট ২০১৬) ছিলেন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ১৯৪৭-পরবর্তীকালের বাঙালি কবিদের মধ্যে উল্লেখযোগ্য যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন।
\nকাব্যগ্রন্থ :
\nউত্তরাধিকার (১৯৬৭)
\nতোমাকে অভিবাদন, প্রিয়তমা (১৯৭৪)
\nকোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮)
\nআমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)