এখন পর্যন্ত পৃথিবীর বুকে যত পাখি টিকে আছে তাদের মধ্যে প্রায় চল্লিশ প্রজাতির পাখি আছে যারা উড়তে পারে না। নাম করতে গেলে এদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত পাখিগুলো হলো—উটপাখি, কিউই, পেঙ্গুইন, ইমু, মুরগি ইত্যাদি। উড়তে পারে না বলেই ইংরেজিতে এদের বলে ফ্লাইটলেস বার্ড।