সঠিক উত্তর হচ্ছে: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র গুপ্ত (জন্ম: ১৮১২ - মৃত্যু: ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙ্গালী কবি ও সাহিত্যিক। তিনি সংবাদ প্রভাকর(বা \'সম্বাদ প্রভাকর\')এর সম্পাদক। কিন্তু ব্যাপক ভাবে বলতে গেলে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই মধ্যযুগের গণ্ডি পেড়িয়ে বাংলা কবিতা আধুনিকতার পথে নাগরিক রূপ পেয়েছিল। তিনি \"গুপ্ত কবি\" নামে সমধিক পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো তাঁর পরবর্তী সাহিত্যিকরা ঈশ্বর গুপ্তকে \'গুরু\'পদে বরণ করেছিলেন। তাঁর ছদ্মনাম \'ভ্রমণকারী বন্ধু\'।