সঠিক উত্তর হচ্ছে: যে ব্যক্তি পরিশ্রমী, সে সুখী হয়
ব্যাখ্যা: জটিল বাক্য একটি প্রধান খন্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান খন্ড বাক্য থাকে। জটিল বাক্য অন্তত দুটি সমাপিকা ক্রিয়া থাকে। আমি তাকে বলব যে আমি আর বেশিদিন নেই। যদি কাউকে ভালবাসতে পারো, তবে সাফল্য সুনিশ্চিত।\n[তথ্যসূত্রঃ বাংলা ব্যাকরণ বই সপ্তম শ্রেণি ]