সঠিক উত্তর হচ্ছে: ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: আন্তর্জাতিক ব্যডমিন্টন প্রতিযোগিতায় সফলতা এবং দেশে অধিক জনপ্রিয়তার কারণে ব্যডমিন্টনকে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার জাতীয় খেলা হিসেবে ধরা হয়,যদিও ডি ফ্যাক্টো ভাবেও দেশটির জাতীয় খেলা পেনচাক সিলাত। মালেশিয়ার জাতীয় খেলা সেপাক তাকরৌ, যা অনেকটা ব্যডমিন্টনের মতই কিন্তু হাত ছাড়া পা ও মাথা দিয়ে খেলা হয়। আর চীন ও ইংল্যান্ডের জাতীয় খেলা যথাক্রমে টেবিল টেনিস ও ক্রিকেট।