সঠিক উত্তর হচ্ছে: রাজমোহনস ওয়াইফ
ব্যাখ্যা: Rajmohans Wife - বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস। এটি ১৮৬৪ সালে \'Indian Field\' নামে একটি সাপ্তাহিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। \nদুর্গেশনন্দিনী - ঐতিহাসিক উপন্যাস। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস। রচনাকাল ১৮৬২-৬৪। বঙ্কিমচন্দ্রের জীবিতকালে উপন্যাসের তেরটি সংস্করণ প্রকাশিত হয়। সর্বশেষ সংস্করণ মুদ্রিত হয় ১৮৯৩ সালে।