সঠিক উত্তর হচ্ছে: স্থূলকোণী ত্রিভুজ
ব্যাখ্যা: যে ত্রিভুজের তিন কোণের মধ্যে কোন একটির মান ৯০ ডিগ্রি এর বেশি হবে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে।
\nএখন, আমরা জানি যেকোনো ত্রিভুজের তিনটি কোণ একত্রে যোগ করলে ১৮০ ডিগ্রি হবেই।
\nপ্রশ্নে দেওয়া ত্রিভুজের ক্ষেত্রে দুইটি কোণ = ৮০ ডিগ্রি।
\nসুতরাং, তৃতীয় কোণ = ১৮০ - ৮০ = ১০০ ডিগ্রি
\nতৃতীয় কোণ ১০০ ডিগ্রি হওয়ার কারণে এই ত্রিভুজটি অবশ্যই স্থূলকোণী হবে।