সঠিক উত্তর হচ্ছে: ৫ ভাগে
ব্যাখ্যা: উৎপত্তি বা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশী ও বিদেশী ।\n\nগঠন অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে । যথা : মৌলিক ও সাধিত ।\n\nঅর্থ অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা: যৌগিক, রূঢ়ি ও যোগরূঢ় ।