নিচের অপশন গুলা দেখুন
- রুপতত্ত্ব
- বাক্যতত্ত্ব
- পদক্রম
- ধ্বনিতত্ত্ব
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology):
সমাসঃ সমাস শব্দের অর্থ মিলন। তাই এটি শব্দতত্ত্বে আলোচিত হয়।), প্রকৃতি-প্রত্যয় (প্রকৃতি-প্রত্যয় শব্দ নিয়ে কাজ করে। প্রকৃতি মাত্রই প্রাতিপদিক বা ক্রিয়াপদ, অর্থাৎ স্বাধীন শব্দ।), উপসর্গ, বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত, শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, ধাতু, শব্দের শ্রেণীবিভাগ।