সঠিক উত্তর হচ্ছে: ভ্রমনকাহিনী
ব্যাখ্যা: কাবুল কাবুল শহরের কাহিনি নিয়ে লেখা দেশে বিদেশে তার রচিত প্রথম গ্রন্থ। এছারা আর উল্লেখযগ্য গ্রন্থ হচ্ছে ঃ উপন্যাস -\nঅবিশ্বাস্য (১৯৫৪)\nশবনম (১৯৬০)\nশহর-ইয়ার (১৯৬৯)\nভ্রমণকাহিনী\nদেশে বিদেশে (১৯৪৯) (কাবুল শহরের কাহিনী নিয়ে লেখা।)\nজলে ডাঙ্গায় (১৯৬০)\nছোটগল্প -\nচাচা কাহিনী (১৯৫২)\nটুনি মেম (১৯৬৪)\nপঞ্চতন্ত্র (১৯৫২)\nময়ূরকন্ঠী (১৯৫৭)\nরম্যরচনা\nপঞ্চতন্ত্র (১৯৫২)\nময়ূরকন্ঠী (১৯৫৭)\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]