সঠিক উত্তর হচ্ছে: রাইজোবিয়াম
ব্যাখ্যা: রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিমজাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি বা নডিউল সৃষ্টি করে। এ জাতীয় ব্যাকটেরিয়া বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন সংযোজন করে নিজের প্রয়োজন মেটায় এবং অবস্থানকারী উদ্ভিদকে সরবরাহ করে। উদ্ভিদটিও ব্যাকটেরিয়াকে টিকিয়ে রাখার জন্য শর্করাজাতীয় এবং অন্যান্য খাবার সরবরাহ করে।