সঠিক উত্তর হচ্ছে: পার্বত্য বনাঞ্চল
ব্যাখ্যা: সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বা লোনা পানির বন। এর আরেক নাম স্রোতজ বনভূমি। মধুপুর বনাঞ্চলকে পাতাঝরা বনভূমি বা শালবন বলে। শালবন ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর অবস্থিত। সামান্য কিছু রংপুর ও দিনাজপুরে দেখতে পাওয়া যায়। পার্বত্য বনাঞ্চলে চিরহরিৎ বনভূমি রয়েছে। তবে পার্বত্য বনাঞ্চলে চিরহরিৎ ও পাতাঝলা দুই ধরনেরই বনভূমি দেখা যায়। পার্বত্য বনাঞ্চলের যেসব এলাকায় বৃষ্টিপাত প্রায় ২৫০ সেমি এবং তাপমাত্রা ৩৩ ডিগ্রী সে - এর ওপরে সেসব এলাকায় চিরহরিৎ বনভূমির সৃষ্টি হয়েছে।