সঠিক উত্তর হচ্ছে: রাজমোহনস ওয়াইফ
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। এটি ইংরেজিতে লেখা। দুর্গেশনন্দিনী বাংলায় রচিত তাঁর প্রথম উপন্যাস। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাসগুলো হলো- কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।