সঠিক উত্তর হচ্ছে: কুটকুট
ব্যাখ্যা: দ্বিরুক্ত শব্দের অর্থ - দুবার উক্ত হয়েছে এমন। কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপ কে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বলে। যেমন:শারীরিক অস্বস্তিকর ভাবজ্ঞাপক দ্বিরুক্তি - কুট কুট ।