সঠিক উত্তর হচ্ছে: স্টকহোম
ব্যাখ্যা: ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়। এর নাম UN Conference on the Human Environment. ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়। এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়। উৎস: Hello BCS লেকচার।