সঠিক উত্তর হচ্ছে: আর্দ্র বাতাসে লোহার উপর এক ধরনের কালচে বাদামি আস্তরন পড়ে তাকে মরিচা বলে
ব্যাখ্যা: মরিচা কী? মরিচা হলো লোহার অক্সসাইড। রাসায়নিক ভাবে বললে বলা যায়, মরিচা হল পানিযুক্ত ফেরিক অক্সাইড, 2Fe2O3.3H2O, যাতে ৩ অনু পানি থাকে। লোহার সঙ্গে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় মরিচা উৎপন্ন হয়।