সঠিক উত্তর হচ্ছে: বিরোধ
ব্যাখ্যা: প্রতিবাদ= বিরুদ্ধ বাদ (বিরোধ অর্থে), বিরোধ অর্থে অব্যয়ীভাব সমাসের অন্যান্য উদাহরণগুলো হলো- প্রতিযোগ, প্রতিকূল, প্রতিপক্ষ প্রভৃতি। ঈষৎ বা হঠাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ- আরক্তিম, আনত প্রভৃতি। বিপরীত অর্থে অব্যয়ীভাব সমাস- কূলের বিপরীত = প্রতিকূল; দানের বিপরীত = প্রতিদান; শোধের বিপরীত = প্রতিশোধ; পক্ষের বিপরীত= প্রতিপক্ষ। বীপ্সা (পুন: পুন:) অর্থে অব্যয়ীভাব সমাস- দিন দিন = প্রতিদিন; গৃহে গৃহে = প্রতিগৃহে; ক্ষণে ক্ষণে = অনুক্ষণ, প্রতিক্ষণ; মণে মণে = প্রতিমণ, মণপিছু; জনে জনে = জনপ্রতি, জনপিছু; জেলায় জেলায় = প্রতিজেলায়; বছর বছর = ফিবছর; রোজ রোজ= হররোজ;