সঠিক উত্তর হচ্ছে: Satellite State
ব্যাখ্যা: Satellite State বা উপগ্রহ রাষ্ট্র বলতে একটি ছোট দেশ বোঝায় যা একটি বৃহৎ দেশের নিকটে অবস্থিত এবং একটি রাজনৈতিক ব্যবস্থা রয়েছে যা কার্যত একটি বৃহৎ দেশের রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত থাকে।Vassal State বা মুখাপেক্ষী রাষ্ট্র হচ্ছে পার্শ্ববর্তী ক্ষমতাশালী রাষ্ট্রের স্বার্থে কাজ করে এমন রাষ্ট্র। Buffer State হলো বিবদমান দুটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্রের মাঝখানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র, স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র যা সরাসরি সংঘর্ষে বাঁধাস্বরুপ।