সঠিক উত্তর হচ্ছে: ২৫টি
ব্যাখ্যা: বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি।\nযৌগিক স্বরবর্ণ ২টি। আর ২৩ টি যৌগিক স্বরধ্বনি অাছে। যাদের লিখিত রূপ নেই। তাই এরা বর্ণ নয় | যেমন - ইঅা (দিয়া), এই (এই), এঅা (খেয়া) ইত্যাদি | সুতরাং মোট যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি (২ + ২৩)টি।