সঠিক উত্তর হচ্ছে: বহুব্রীহি
ব্যাখ্যা: ব্যাখ্যা :
অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়। কিন্তু তৎপুরুষ, কর্মধারয় ও দ্বিগু সমাসে পরপদের অর্ধ প্রধান হয় বলে এগুলো অব্যয়ীভাব সমাসের বিপরীত প্রক্রিয়া।
অন্যদিকে বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থ প্রধান হয় না বলে এটি অব্যয়ীভাবের বিপরীত নয়।
উৎস : নবম-দশম শ্রেণির ব্যাকরণ (নতুন)