সঠিক উত্তর হচ্ছে: ১ % কম 
ব্যাখ্যা: ধরি,\nব্যবসায়ীর উৎপাদিত পণ্যের দাম ১০০x টাকা \n১০% বৃদ্ধিতে দাম = ১০০x * ১১০/১০০ = ১১০x টাকা \nঅতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালে = ১১০*৯০/১০০ টাকা \n                                                            = ৯৯x টাকা\nসুতরাং সর্বশেষ মূল্য সর্বপ্রথম মুল্যের শতকরা = (৯৯x -১০০x)*১০০/১০০x\n                                                                    =(-x*১০০)/১০০x\n                                                                    = - ১%\n                    উত্তরঃ ১% কম