সঠিক উত্তর হচ্ছে: ৩ টি
ব্যাখ্যা: ছয় দফার মধ্যে অর্থনীতি বিষয়ক দফা ছিল ৩ টি। দফা ৩ টি হলোঃ- মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা এবং বৈদেশীক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। উল্লেখ্য, ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় ২৩ মার্চ ১৯৬৬ ।