সঠিক উত্তর হচ্ছে: জীবন আমার বোন
ব্যাখ্যা: জীবন আমার বোন \'(১৯৭২) উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক। তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলোঃ অনুর পাঠশালা (১৯৬৭), নিরাপদ তন্ত্রা (১৯৬৮), কালো বরফ (১৯৭৭), অশরীরী (১৯৭৯) পাতালপুরী (১৯৮১),খেলাঘর (১৯৮৮), মাটির জাহাজ (১৯৭৭)। তাঁর রচিত একমাত্র শিশুতোষ উপন্যাস হলো চিক্কোর কাবুক\' (১৯৭৯)। উল্লেখ্য, ‘ বণী আদম \'(১৯৫৮) কাব্যগ্রন্থটি লিখেছেন গোলাম মোস্তফা এবং চিহ্ন (১৯৪৭) উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়।