সঠিক উত্তর হচ্ছে: জীবন ও রাজনৈতিক বাস্তবতা
ব্যাখ্যা: শহীদুল জহির রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা\'। মুক্তিযুদ্ধভিত্তিক আরও কয়েকটি উপন্যাস নিষিদ্ধ লোবান (সৈয়দ শামসুল হক), আগুনের পরশমণি (হুমায়ূন আহমেদ), হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন)। অন্যদিকে শওকত ওসমান রচিত প্রতীকাশ্রয়ী উপন্যাস \'ক্রীতদাসের হাসি\'। আহমাদ মোস্তফা কামাল রচিত সামাজিক উপন্যাস \'কান্নাপর্ব। এ উপন্যাসে মূলত যাত্রাশিল্পীদের প্রান্তিক টানাপোড়েনের শিল্পসত্তাবাহী সংস্কৃতিকে উপজীব্য করে তুলে ধরা হয়েছে। শওকত আলী রচিত ঐতিহাসিক উপন্যাস \'প্রদোষে প্রাকৃতজন\'। এ উপন্যাসে রাজা লক্ষ্মণসেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।