সঠিক উত্তর হচ্ছে: গ্রাহী
ব্যাখ্যা: শব্দের শেষে \'ঈ\' থাকলে \'ণিন\' হবে। \'ণিন\' প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত প্রত্যয় হচ্ছে √গ্রহ + ণিন = গ্রাহী৷ এরূপ- √পা + ণিন = পায়ী৷
\'নীন (ঈন্)\' প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত প্রত্যয় হচ্ছে সর্বজন + নীন = সর্বজনীন।
নব + নীন = নবীন, কুল + নীন = কুল ইত্যাদি আরো কিছু \'নীন (ঈন্)\' প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত প্রত্যয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি৷