সঠিক উত্তর হচ্ছে: মুসলিম বাঙ্গালা সাহিত্য
ব্যাখ্যা: মুহম্মদ এনামুল হক একজন প্রখ্যাত গবেষক, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক। তাঁর রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো হলো- \'চট্টগ্রামী বাংলার রহস্যভেদ\', \'আরাকান রাজসভায় বাঙালা সাহিত্য\', \'বঙ্গে সুফী প্রভাব\', \'মুসলিম বাঙালা সাহিত্য\', \'ব্যাকরণ মঞ্জুরী\', \'মনীষা মঞ্জুষা\'(১ম ও ২য় খণ্ড)। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]