সঠিক উত্তর হচ্ছে: ৯০
ব্যাখ্যা:
2ঘন্টা = 120 মিনিট
ধরি,
প্রতিটি গণিত প্রশ্নের উত্তর দিতে ব্যয় হয় = 3x মিনিট
প্রতিটি বাংলা প্রশ্নের উত্তর দিতে ব্যয় হয় = x মিনিট
প্রশ্নমতে,
(50×3x) + 50x = 120
∴x = 3/5
সুতরাং গনিত প্রশ্নের উত্তর দিতে সে মোট = 50×3×(3/5) = 90 মিনিট সময় ব্যয় করেছিল।