সঠিক উত্তর হচ্ছে: ভারত
ব্যাখ্যা: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালামৌ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনী৷ পালামৌ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা৷ এই জেলা ভ্রমণের অভিজ্ঞতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার পালামৌ গ্রন্থে তুলে ধরেছেন। এটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। (সূত্রঃ পালামৌ : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়)