সঠিক উত্তর হচ্ছে: ৮৬ জন
ব্যাখ্যা: সর্বশেষ শুমারি অনুযায়ী, দেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৯৬৪ জন মানুষ বাস করে। ১০ বছর আগে একই পরিমাণ জায়গায় বাস করত ৮৩৪ জন মানুষ। বর্তমান পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে জনঘনত্ব সবচেয়ে বেশি। এই বিভাগে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ৫০২ জন মানুষ বাস করে। সবচেয়ে কম বরিশাল বিভাগে, প্রতি বর্গকিলোমিটারে ৬১৩ জন মানুষের বসবাস। \nজেলা পর্যায়ে সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা জেলায়, প্রতি বর্গকিলোমিটারে আট হাজার ১১১ জন। প্রতি বর্গকিলোমিটারে মাত্র ৮৬ জন মানুষ বাস করে পার্বত্য জেলা বান্দরবানে। এটাই সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা।