সঠিক উত্তর হচ্ছে: কেরু এন্ড কোং
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৩৮ সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে স্থাপিত কেরু এন্ড কোং লিমিটেড দেশের সর্ববৃহৎ চিনিকল। প্রথমে এটি বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হলেও দেশ স্বাধীনের পর এটি জাতীয়করণ করা হয়। এটি ৩৫৭২ একর জমির উপর অবস্থিত। এতে দৈনিক ১১৫০ মে. টন আখ মাড়াই হয়। এতে চিনির পাশাপাশি মদ, জৈবসার, চিটাগুড় ও মন্ড তৈরী হয়। এটি বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশনের অধীন। (সূত্র: বাংলাদেশ খাদ্য ও চিনিশিল্প কর্পোরেশন ওয়েবসাইট)