সঠিক উত্তর হচ্ছে: আর্তনাদ
ব্যাখ্যা: ভাষা আন্দোলন নিয়ে শওকত ওসমান রচিত উপন্যাস - আর্তনাদ; যা প্রকাশিত হয় ১৯৮৫ সালে এবং এর কেন্দ্রীয় চরিত্র - আলী জাফর। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), জলাঙ্গী (১৯৭৪)। তার অন্যান্য উপন্যাসঃ বনি আদম, জননী, ক্রীতদাসের হাসি (প্রতীকাশ্রয়ী), সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, রাজপুরুষ ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।