সঠিক উত্তর হচ্ছে: ১৬ মে, ২০১৩
ব্যাখ্যা: ঘূর্ণিঝড় ভিয়ারু, যা প্রথমে ঘূর্ণিঝড় মহাসেন (ইংরেজি: Cyclone Mahasen) নামে পরিচিত হয়েছিল, ছিলো গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হিসেবে বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশে। মে, ২০১৩ সালের শুরুর দিকে বঙ্গোপসাগরের দক্ষিণাংশে নিম্নচাপজনিত কারণে উৎপত্তি ঘটেছে। কার্যত স্থির থাকলেও ১০ মে তারিখে ঘণিভূত অবস্থায় চলে যায়।