সঠিক উত্তর হচ্ছে: আপনা আপনি
ব্যাখ্যা: একই শব্দের পুনঃপুনঃ ব্যবহার বা আংশিক পরিবর্তন করে যখন কোন সর্বনাম তৈরি হয়, তখন তাকে ব্যতিহারিক সর্বনাম বলা হয়। যেমন- আপনা আপনি, পরস্পর কেউ কেউ, নিজে নিজে, আপসে। ঐসব হল দূরত্ববাচক সর্বনাম, অপর হল অন্যাদিবাচক সর্বনাম, খোদ হল আত্মবাচক সর্বনাম। (তথ্যসূত্র- বোর্ডবই ৯ম-১০ম শ্রেনি বাংলা ভাষার ব্যকরণ)