সঠিক উত্তর হচ্ছে: চৈতন্য-চরিতামৃত
ব্যাখ্যা: মুরারি গুপ্ত ১৫১৩ সালে শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃত রচনা করেন। কয়েক খণ্ডে বিভক্ত শ্রীচৈতন্যের এই জীবনীটি সংস্কৃত ভাষায় লিখিত এবং এতে তাঁর সমগ্র জীবনের কর্মকাণ্ড বর্নিত হয়েছে, যা সর্ব সাধারণ্যে \'মুরারি গুপ্তের কড়চা\' নামে পরিচিত।