সঠিক উত্তর হচ্ছে: থিওডোর রুজভেল্ট
ব্যাখ্যা: জাতিসংঘ শব্দটি প্রথম ব্যবহার করেন____ মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।\r\n\r\nআরও কিছু তথ্য জেনে রাখুন______________\r\n\r\n→ সদস্য সংখ্যা : মূল সদস্য- ১৯৩টি এবং স্থায়ী পর্যবেক্ষক দেশ-২টি (ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি)। সর্বশেষ সদস্য- দক্ষিণ সুদান। চীন ১৯৭১ সালে পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করলে এক চীন নীতির কারণে তাইওয়ান জাতিসংঘের সদস্যপদ হারায়। ইন্দোনেশিয়া ১৯৬৫ সালে স্বেচ্ছায় পদত্যাগ করলেও ঐ বছরে আবার ফিরে আসে। \r\n\r\n→ সদর দপ্তর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে ১৬ একর জমিতে ভবনটি ইস্ট নদীর তীরে অবস্থিত। \r\n\r\n→ জাতিসংঘের পতাকায় আছে- হালকা নীলের উপর সাদা রং। \r\n\r\n→ প্রতীক : মাঝখানে পৃথিবীর মানচিত্র এবং দুই পাশে দুটি জলপাই গাছের শাখা। এখানে জলপাই গাছ শান্তির প্রতীক। \r\n\r\n→ জমি দান করেন- জন ডি রকফেলার। \r\n\r\n→ নকশা প্রণয়ন করেন- ওয়ালেস কে হ্যারিসন \r\n\r\n→ সদর দপ্তর উদ্বোধন : ১৯৫১ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় হয়। \r\n\r\n→ জাতিসংঘ শব্দটি প্রথম ব্যবহার করেন- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট।\r\n\r\n→ প্রতিবছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ পালন করা হয়।\r\n\r\n→ জাতিসংঘ সনদের রচয়িত আর্চিভেল্ট ম্যাকলিশ। \r\n\r\n→ ঠিকানা : 760 United Nations Plaza, NewYork City, NY 10017, USA.\r\n\r\n→ ভাষা : জাতিসংঘের অফিসিয়াল বা দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফরাসি, স্পেনীয়, আরবি, চীনা, রুশ ভাষা। জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের সচিবালয়ে ২ টি ভাষা ব্যবহৃত হয়: ইংরেজি ও ফরাসি।\r\n\r\n→ জাতিসংঘ ডাকঘর : জাতিসংঘ ডাকঘর ৩টি (নিউইয়র্ক, জেনেভা এবং ভিয়েনা)। ডাক টিকেট চালু হয় : ১৯৭৪ খ্রি.। \r\n\r\n→ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় : টোকিও, জাপান (১৯৭৩)। \r\n\r\n→ জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় : কোস্টারিকা (১৯৮০)।