ব্যাখ্যা: সব সময় চিকন তারে রেজিস্টান্স বেশি থাকে। এর ভিতর দিয়ে বিদ্যুত কম প্রবাহিত হয়। অর্থাৎ তার যত চিকন হবে রেজিস্টন্স তত বেশি হবে। তার যত মোটা হবে রেজিস্টন্স তত কম হবে এবং বিদ্যুৎ তত বেশি প্রবাহিত হবে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।