নিচের অপশন গুলা দেখুন
- সৈয়দ শামসুল হক
- মাহাদেব সাহা
- হুমায়ুন আজাদ
- বুদ্ধদেব বসু
মহাদেব সাহার রচিত কাব্য গ্রন্থ, \'তোমার পায়ের শব্দ\'। গ্রন্থটি ১৯৮২ সালে প্রকাশিত হয়।
তাঁর অন্যান্য কাব্য হলো :
- এই গৃহ এই সন্ন্যাস
- মানব এসেছি কাছে
- কী সুন্দর অন্ধ
- ফুল কই শুধুই অস্ত্রের উল্লাস
- আমি ছিন্নভিন্ন
- তোমার জন্য অন্ত্যর্মিল
- ভুলি নাই তোমাকে রুমাল
- অন্তহীন নৃত্যের মহড়া
উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।