নিচের অপশন গুলা দেখুন
- গল্পগ্রন্থ
- নাটক
- কাব্য
- প্রবন্ধ
\'আমি জন্মগ্রহণ করিনি\' ১৯৯০ সালে প্রকাশিত সৈয়দ শামসুল রচিত কাব্যগ্রন্থ।
তার অন্যান্য কাব্যগ্রন্থ:
- একদা এক রাজ্যে,-
- পরানের গহীন ভিতর,
- বিরতিহীন উৎসব,
- বৈশাখে রচিত পঙক্তিমালা, প্রতিধ্বনিগণ,
- ধ্বংসস্তূপে কবি ও নগর ইত্যাদি।
তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্যগুলো হলো\'
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।
তার রচিত উপন্যাস:
- নিষিদ্ধ লোবান,
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন,
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ,
- ত্রাহী, বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- দেয়ালের দেশ,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী,
- মৃগয়ার কালখেপ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।