সঠিক উত্তর হচ্ছে: সঞ্চয়ন
ব্যাখ্যা: সঞ্চয়ন\' কাজী মোতাহার হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ সংকলন।কাজী মোতহার হোসেন কুষ্টিয়ার কুমার খালিতে ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাহিত্যিক শিক্ষাবিধ ও বিজ্ঞানী। তিনি ঢাকায় \'মুসলিম সাহিত্য-সমাজ\' প্রতিষ্ঠা করেন। ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ এবং ১৯৭৫ সালে যথাক্রমে \'ডি-লিট ডিগ্রি ও জাতীয় অধ্যাপক মযাদায় ভূষিত হোন। কাজী মোতাহার হোসেন ১৯৮১ সালে মৃত্যুবরণ করেন। [তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]