সঠিক উত্তর হচ্ছে: বিমুখ প্রান্তর
ব্যাখ্যা: হাসান হাফিজুর রহমান সাহিত্যিক, সাংবাদিক, সমালোচক।
তিনি ১৯৩২ সালের ১৪ জুন জামালপুর শহরে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
হাসান হাফিজুর রহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ: বিমুখ প্রান্তর
কবিতা:
- আর্ত শব্দাবলী
- অন্তিম শহরের মতো
- যখন উদ্যত সঙ্গীন
- শোকার্ত তরবারী
প্রবন্ধ:
- আধুনিক কবি ও কবিতা
- মূল্যবোধের জন্য
- সাহিত্য প্রসঙ্গ
- আলোকিত গহ্বর
গল্প:
- আরো দুটি মৃত্যু
অন্যদিকে,
স্বর্ণকুমারী দেবী রচিত কাব্য গ্রন্থ: গাথা
আনোয়ার পাশা রচিত কাব্য- নদী নিঃশেষিত হলে
আবুল হোসেন রচিত কাব্য - নব বসন্ত
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]