সঠিক উত্তর হচ্ছে: ২৩ মার্চ, ২০১৫
ব্যাখ্যা: ক্ষুদ্র নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা “লি কুয়ান ইউ” ২৩ মার্চ, ২০১৫ তারিখে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। একটি ছোট বন্দরনগর সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং এর আধুনিকায়নে লি কুয়ান ইউয়ের অবদান বিশাল। লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। সিঙ্গাপুর ১৯৫৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বায়ত্তশাসন অর্জন করে। ১৯৬৫ সালে তাঁর নেতৃত্বেই স্বাধীন হয় সিঙ্গাপুর।