সঠিক উত্তর হচ্ছে: কলিকা
ব্যাখ্যা: কোরক এর সমার্থক শব্দ কুঁড়ি, মুকুল, কলি, কলিকা। কুহক এর সমার্থক শব্দ মায়া, ইন্দ্রজাল, ছল, ধোকা। কলেবর এর সমার্থক শব্দ দেহ, কায়া, গা, গাত্র,তনু,শরীর। কলকন্ঠ এর অর্থ কোকিল। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি,২য় খণ্ড]