সঠিক উত্তর হচ্ছে: শুদ্ধ + ওদন
ব্যাখ্যা: \'শুদ্ধোদন\' শব্দের সন্ধি বিচ্ছেদ -- শুদ্ধ + ওদন।\nশুদ্ধ + ওদন = শুদ্ধোদন। এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। যেসব সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : গো + অক্ষ = গবাক্ষ, প্র + ঊড় =প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য ইত্যাদি।\nতথ্যসূত্রঃ জিজ্ঞাসা,সৌমিত্র শেখর