সঠিক উত্তর হচ্ছে: সুধী + ইন্দ্র
ব্যাখ্যা: ই কার কিংবা ঈ কার এর পর ই কার বা ঈ কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে যুক্ত হয়।\nযেমন- সুধী + ইন্দ্র= সুধীন্দ্র\nশচী + ইন্দ্র= শচীন্দ্র\nযোগী+ ইন্দ্র= যোগীন্দ্র\nইত্যাদি। \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]